মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
টাঙ্গাইলে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর
তিনটি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৪:৪১ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ার উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। বুধবার বেলা ১১টায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উপজেলার ২৩৮টি নব-নির্মিত ঘর ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।

সদর উপজেলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনসহ গৃহহীন ও ভুমিহীন পরিবারের সদস্যরা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্য উপজেলাতে আয়োজিত অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে জমিসহ নতুন ঘর উপহার পেয়ে নিজেদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে ছিন্নমূল মানুষের। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে আজ যেন ঈদের আনন্দ। একসময়ের ঠিকানা বিহীন মানুষেরা প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পেতেছেন সুখের সংসার। জমিসহ নতুন ঘর উপহার পেয়েছিন্নমূল মানুষগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঘর   হস্তান্তর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত