ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ঢাকা ও তার পাশ্ববর্তী এলাকার জন্য আজকের সেহরি সময়সূচিসহ সেহরির নিয়ত তুলে ধরা হলো-
সেহরির শেষ সময় (০২ রমজান, ২৫ মার্চ) – ৪:৩৮ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ-বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি করতে হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সেহরির পর রোজার নিয়ত
بِصَوْمِ غَدًا نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَان
উচ্চারণ : বিসাওমি গাদান নাওয়াইতু মিন শাহরি রামাদান।
অর্থ : আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করছি।
বাবু/মম