নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে নড়াইল জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা
হয়।
২৬ মার্চ রোববার প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান দিবসের শুভ সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলণ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জজকোর্ট সংলগ্ন গণকবর, পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধুর মুর্যাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পানি উন্নয়নবোর্ড চত্বরে গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জেলা বিএনপি, নড়াইল পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে স্বাধীনতা যুদ্ধ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে নড়াইল বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ, শিশু কিশোরদের শরীরচর্চা প্রদর্শন ও সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়।
পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হয়।
এসব অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম