শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ডিজিটাল সিকিউরিটি আইন ও বর্তমান বাস্তবতা
ফাইয়াজুল হক রাজু
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৬:০৯ PM

অনেকের কাছে বেশ অনাকাক্সিক্ষত হলেও, অন্যান্য সকল দেশের মতই আমাদের দেশে, ভিজিটাল সিকিউরিটি আইন থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের এখন যেই হারে সোশ্যাল মিডিয়াজুড়ে সারাদেশে সব শ্রেণি-পেশার মানুষের কর্মকাণ্ড বেড়ে গেছে যে, সকলের জন্যই আইনগত সুরক্ষা দেওয়ার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের এখন ডিজিটাল মিডিয়া ও ডিজিটাল প্রচার কার্যক্রম ব্যাপক আকারের। তাই, Conflict of Interest-এর বিষয়টি আমলে নিয়ে, সকলের আইনগত স্বার্থরক্ষা ও প্রতিকারের একটা আইনের প্রচলন অনস্বীকার্য।

বিদ্যামান ডিজিটাল আইনের অনেক অনুষঙ্গ, ধারা, বিচারিক পরিধি, আইনের ফাঁক-ফোকর ও সর্বোপরি আইনের অপব্যবহার ও প্রয়োগের বিষয়াদি নিয়ে কিছু অবজারভেশন এবং তর্ক- বিতর্ক থাকতেই পারে। এটি একটি সমসাময়িক আইন। বিভিন্ন pros and cons এখনও সংবেদনশীল ও প্রাথমিক অবস্থানে আছে বললে ভুল হবে না।

কিন্ত আইন সমূলে তুলে নেওয়ার অযৌক্তিক দাবির কি আদৌ কোনো যুক্তি আছে? এটা আমার কাছে কোনোভাবেই যুক্তিযুক্ত মনে হয়নি। কেননা, সকল নাগরিকের নিরাপত্তা ও  মানবিক সুরক্ষা কেবলই নয়, রাষ্ট্রেরও প্রয়োজন আছে নিজের অবস্থান ও শাসনব্যবস্থা (governance) আইনের কাঠামোর মধ্য সীমিত রাখা।

সাম্প্রতিক কালে, কিছু কিছু ডিজিটাল আইনের মামলার বেশ কিছু বাড়াবাড়ি  যে হয় নাই, সে কথা outright অস্বীকার করার কথা আমি এখানে বলছি না। এই  আইনের কাঠামোগত কিছু দুর্বলতার কথা আছে, একথা কম-বেশি সকলেই অবগত। আমাদের এই সমস্ত দিক এড্রেস করার কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দাবি ও আলোচনার প্রয়োজন তা বলাই বাহুল্য। কিন্ত, সরাসরি আইনের উৎপাটন কীভাবে ও কতটা যৌক্তিক কারণ দ্বারা উত্থাপিত হয়, তা নিশ্চয়ই আমাদের জানার ন্যূনতম অধিকার আছে।

শেষ কথা হচ্ছে, ডিজিটাল আইনের বিষয়টি এখন আরও বেশি মানবিক, চৌকষ ও সকলের জন্যই আইনগত ভিত্তিতে নিরাপদ হউক, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন এ বিষয়ে কথা বলি, দাবি তুলি, সোচ্চার হই।

কেবল যে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মধ্যেই সমস্ত সমস্যার সমাধানের সম্ভাপরতা নিহিত নেই, একথা নিশ্চয়ই আমাদের উদারতার সাথেই বুঝতে হবে।

লেখক : রাজনীতিবিদ

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত