রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুল (২৯)।
শুক্রবার (৭ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জ্যেষ্ঠ এএসপি মো. ফজলুল হক।
তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়, ২-৩ জন মাদক কারবারি ফেনসিডিল নিয়ে মোহাম্মদপুরের বছিলা ব্রিজ এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে র্যাব-২-এর একটি দল ওই স্থানে বিশেষ অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুলকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যে একটি পিকআপ ভ্যানের সামনে রাখা দুটি প্লাস্টিকের বস্তায় ২০৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় লাখ ১২ হাজার টাকা এবং তার পকেটে থাকা দুটি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুল জানান, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
বাবু/মম