শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মোহাম্মদপুরে ফেনসিডিলসহ ডাইল তাজুল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১:০৩ PM
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুল (২৯)।

শুক্রবার (৭ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জ্যেষ্ঠ এএসপি মো. ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়, ২-৩ জন মাদক কারবারি ফেনসিডিল নিয়ে মোহাম্মদপুরের বছিলা ব্রিজ এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাব-২-এর একটি দল ওই স্থানে বিশেষ অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুলকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যে একটি পিকআপ ভ্যানের সামনে রাখা দুটি প্লাস্টিকের বস্তায় ২০৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় লাখ ১২ হাজার টাকা এবং তার পকেটে থাকা দুটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুল জানান, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মোহাম্মদপুর   ফেনসিডিল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত