নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও একটি ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ এপ্রিল) রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের একটি মৎস্য ঘেরের পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত সাঈদ শিকদারের ছেলে মো. হাদিউজ্জামান শিকদার হাদি (৪৩), মৃত তাইজেল মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩৫) ও রফিক বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের জনৈক প্রদীপ বিশ্বাসের মৎস্য ঘেরের পাড় থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী হাদির হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২৭০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র ও তার নিজ হাতে বের করে দেওয়া মাদক বিক্রয়লব্ধ ১ হাজার ৮০০ টাকা এবং তার সহযোগী রুবেলের নিকট থেকে ১০ গ্রাম গাঁজা এবং ইসমাইলের নিকট থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তারা অত্র এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদক বিক্রয় ও সরবরাহ করে থাকে।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বাবু/জেএম