মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
শিক্ষা উপমন্ত্রী নওফেলের হস্তক্ষেপ
লালদিঘীর মাঠেই হবে জব্বারের বলীখেলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:১০ PM
অবশেষে শত বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ফিরছে তার আদী ভেন্যুতে। ঐতিহাসিক লালদিঘীর মাঠে অনুষ্ঠিত হবে জব্বারের বলীখেলার ১১৪তম আসর। যদিও ইতিপূর্বে নানান অজুহাতে লালদিঘীর মাঠের সামনের সড়কের গোলচত্বরে বলীখেলার আয়োজন করার স্বিদ্ধান্ত নিয়েছিল মেলা কমিটি। এই ঘোষণার পর পরই ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলাকে তার মূলস্থান থেকে রাস্তায় সরিয়ে নেয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। 

অবশেষে আজ ( ৯ এপ্রিল) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সাথে বৈঠক হয়। এসময় শিক্ষা উপমন্ত্রী ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলাটি লালদিঘীর মাঠেই আয়োজনের পরামর্শ দেন। এই আয়োজনকে সফল করতে যা যা দরকার তার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

এই বিষয়টি নিশ্চিত করে আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বৈশাখী মেলা হবে। ২৫ এপ্রিল লালদিঘী ময়দানেই বলীখেলার আয়োজন করা হবে।’ তিনি আরও জানান, মাঠের ভেতর অস্থায়ী মঞ্চে বলীখেলা আয়োজিত হলেও, সেখানে বৈশাখী মেলা বসবে না। ২৬ এপ্রিল চাটগাঁইয়া ঈদ উৎসব হবে। উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা এসব সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। তিনি উপস্থিত থাকবেন বলে আমাদের জানিয়েছেন।’

মেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘শিক্ষা উপমন্ত্রীর সাথে বৈঠকের পর পরই আমরা লালদিঘীর মাঠে বলিখেলার মঞ্চ তৈরির স্থান নির্বাচনসহ অন্যান্য কাজ শুরু করে দিয়েছি। গত বছর মাঠের বাইরে রাস্তায় খেলার আয়োজন হলেও এবার মাঠের মধ্যেই হবে জব্বারের বলীখেলা।’

শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাত কালে মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মমতাজ আকতার উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জব্বারের বলীখেলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত