শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
কেন শাহরুখকে লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন জুহি?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১২:১৭ AM
২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরী থেকে গ্রেপ্তার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ঘটনার পর বছরের বেশি সময় কেটে গেছে। ঝড় থেমে গেছে। স্বাভাবিক ছন্দে ফিরেছে খান পরিবার। তবে তাদের কঠিন সময়ে কেন সাহায্য করেছিলেন, মুখ খুললেন জুহি চাওলা। 

অভিনেত্রী জানান, যা হয়েছে তা একেবারে অপ্রত্যাশিত। জুহির কথায়, আমরা জানতাম না এমন কিছু অপেক্ষা করে আছে। সেই সময় দাঁড়িয়ে যেটা আমার সঠিক মনে হয়, সেটাই করেছি। 

গ্রেপ্তার হওয়ার পর প্রায় মাস খানেক জেলে কাটাতে হয় আরিয়ান খানকে। এরপর এক লাখ টাকা ব্যক্তিগত বন্ডে সই করেন জুহি চাওলা। জামিনে ছাড়া পান আরিয়ান। খান পরিবারের ওই বিপদের দিনে অনেকেই এগিয়ে আসেন, তবে যিনি সাতপাঁচ না ভেবে তাদের কঠিন সময়ে বল জোগান, তিনি জুহি চাওলা।  

শাহরুখের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জুহির। অভিনয়ের জগতের গণ্ডি পেরিয়ে একসঙ্গে কেকেআরের মালিকানা সামলেছেন তারা। এক কথায়, জুহি শাহরুখের সময়-অসময়ের বন্ধু।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত