বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
নড়াইলে ইয়াবাসহ আটক ৩
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩:৪২ PM
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার মল্লিকপুর ইউপির মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে জামিরুল ইসলাম সবুজ (৩২) ও একই গ্রামের বাদশা মৃধার ছেলে ইসরাফিল মৃধা (৩৬)।
         
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলহাটা গ্রামে অভিযান চালিয়ে জামিরুলের কাছ থেকে ৪০ পিস ও ইসরাফিল পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে।

এদিকে নড়াইল সদর থানার এসআই আজিজুর রহমান গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী অনিক ওরফে মানিক (৩৫)কে আটক করে। সে নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের খোকন চন্দ্র দেবনাথের ছেলে।

এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বাংলাদেশ বুলেটিনকে বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত