রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
ত্রিশালে স্টিল ব্রিজ ভেঙে নদীতে
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৮:১৭ PM
ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের ট্রান্সফরমার লোড তন্নী টান্সপোর্ট ও একটি প্রাইভেটকারসহ স্টিল ব্রিজ ভেঙে বানার নদীতে পড়েছে। এতে প্রাইভেট কারে থাকা দুই যাত্রী আহত হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকার বানার নদীর উপর নির্মিত স্টিল ব্রিজটিতে বিদ্যুতের ট্রান্সফরমার লোড তন্নী টান্সপোর্ট ও একটি প্রাইভেটকার অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ফোরলেন মহাসড়কে গাড়ির চাপে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস সাব-স্টেশন অফিসার আবুল কালাম জানান, স্টিল ব্রিজ ভাঙার খবর পাওয়ার পরপররই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে আহত দুইজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে প্রেরণ করা হয়। স্টিল ব্রিজ ভাঙার কারণ এখনো বলা যাচ্ছে না।

এ খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন, ধর্মবিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত