মানবজাতির জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস ছিল রমজান। সিয়াম সাধনার এই পবিত্র মাসজুড়ে রাজধানীর মগবাজার মোড়ে বনফুলের সামনে প্রতিদিন আয়োজন করা হয়েছিল ৩০০ মানুষের জন্য সেহরির ব্যবস্থা।
রমনা ও হাতিরঝিল আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান ও কমিশনার মোক্তার সর্দারের সহযোগিতায় প্রতিদিন বিনা পয়সায় সেহরির এই আয়োজন তত্ত্বাবধানে ছিলেন মো. সেলিম।
ভোর রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এই আয়োজন সিয়াম সাধনার একমাসে প্রায় নয় হাজার মানুষকে সেহরি খাওয়ানো হয়েছে। প্রতিদিন মুরগির মাংস ও ডাল দিয়ে আপ্যায়ন করা হয় অসহায় পথচারী, রিকশা ও সিএনজি চালকসহ আগত সবাইকে।
পুরো আয়োজনের সমন্বয়কারী সেলিম জানান, শেষদিন আমরা গরুর মাংস দিয়ে এই আয়োজন শেষ করেছি। তিনি আরও বলেন, বিনা পয়সায় পুরো রমজানজুড়ে অসহায় ও গরিব মানুষদের সেহরি খাওয়ানোর এই ব্যবস্থা ঢাকায় আমরাই প্রথম শুরু করেছি। আগামী রমজানেও এই ব্যবস্থা চালু করা হবে। আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রইল।
বাবু/জেএম