বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
কেরানীগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৮:৩১ PM
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকা থেকে গণধর্ষণ মামলার পলাতক আসামি ইমন মোল্লা ওরফে পাইটুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন  র‍্যাব-১০ অধিনায়ক অ্যাডিশনাল ডি আই জি ফরিদ উদ্দিন। 

তিনি জানান,  গত ২১ এপ্রিল এক তরুণী তার ছোট ভাইকে ঈদের কাপড় দেওয়ার জন্য তার মায়ের বাসা ইকুরিয়ায় যায়। সেখানে গেলে তার পূর্বপরিচিত মো. সোহাগ মিয়া (২৩) তাকে তেঘরিয়া স্ট্যান্ডে দেখা করার জন্য যেতে বলে।

তরুণী সেখানে গেলে সোহাগ তাকে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায়। তার প্রধান সহযোগী ইমন মোল্লা ওরফে পাইটু (২১) এবং অজ্ঞাত আরও ৩ জন মিলে ভিকটিমকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তরুণী দক্ষিণ কেরণীগঞ্জ থানায় গিয়ে মামলা করে।  

র‍্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত