সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
ভাইদের বিয়ে নিয়ে ঠাট্টা করলেন সালমান!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১২:১২ AM
বয়স ৫০ পেরিয়ে ষাট ছুঁইছুঁই, এখনো ব্যাচেলর জীবন যাপন করছেন সালমান খান। অপর দিকে তার ছোট দুই ভাই আরবাজ খান ও সোহেল খান বিয়ে করে সন্তানের বাবা হয়েছেন। অবশ্য দুজনেরই ঘরে ভেঙেছে। আর এ বিষয়টিকে ইঙ্গিত করেই টিভি শোতে মজা করলেন সালমান খান।

কিছু দিন আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রচারে কপিল শর্মার শোতে দলবল নিয়ে হাজির হন সালমান। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ছবি দেখার পর তার দুই ভাই আরবাজ ও সোহেল তাকে বিয়ে করার পরামর্শ দিয়েছে কি না! এই প্রশ্নে বেশ মজার জবাবই এসেছে সালমানের কাছ থেকে।

এ সময় তাকে বলতে শোনা যায়, ‘ওরা তো আমার কথাই শোনে না…’ এরপর বলে ওঠেন, ‘যদিও ওরা এখন আমার কথা শোনে…’। সালমানের বলা এই কথাগুলোর ভেতরে থাকা মানে বুঝতে সেখানে উপস্থিত কারোরই কোনো সমস্যা হয়নি।

এই বক্তব্য দিয়ে সোহেল আর আরবাজের ভাঙা দাম্পত্যের দিকেই ইঙ্গিত করেছেন সালমান। মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের ডিভোর্স হয় ২০১৭ সালে। অন্য দিকে, সোহেল বিয়ে করেছিলেন সীমা সজদেহকে। তারা গত বছরে আইনি বিচ্ছেদ নেন।

নিজের প্রেম জীবন নিয়ে ‘আপ কি আদালত’-এ সালমান মজার ছলেই জবাব দিয়েছিলেন, “ভালোবাসার ব্যাপারে বরাবরই তিনি আনলাকি। তাই তো তিনি যাকে চান ভালোবেসে তাকে ‘জান’ বলে ডাকুক, সে ডাকে ‘ভাই’ বলে ডাকে।”

উল্লেখ্য, আগামীতে সালমান খানকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। এটি দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে সালমানের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ভিলেন চরিত্রে থাকবেন ইমরান হাশমি। যশরাজের স্পাই ইউনিভার্সের ছবি হিসেবে অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত