দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম ও সুশান্ত নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুরের হামিদুল ইসলাম (৪০) এবং নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জের সুশান্ত।
পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. এ কে এম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাবু/জেএম