মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
পাংশায় শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতনের অভিযোগ
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১২:৩০ PM
রাজবাড়ীর পাংশা উপজেলার নিসিন্তা পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্তৃক নবম শ্রেণীর একাধিক ছাত্র নির্যাতিত হয়েছে। স্কুলে হটাৎ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে শিক্ষার্থীরা উচ্চ স্বরে আওয়াজ করায় ২২ জন শিক্ষার্থীকে বেদম প্রহার করে বিদ্যালয়টির সহকারী শিক্ষক জুলফিকার আলী। জুলফিকার আলী উপজেলার মোরাট ইউনিয়নের বাগদুলি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (০৯ মে) আনুমানিক দুপুর সাড়ে তিনটার দিকে সহকারী শিক্ষক এ ঘটনা ঘটায় বলে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীরা কান্না কন্ঠে অভিযোগ করেন। সমসাময়িক সময়ের চেয়ে অতিরিক্ত তাপমাত্রা থাকায় প্রচন্ড গরমের মধ্যে বিদ্যুৎ চলে যায়। সেসময় শিক্ষার্থীরা উচ্চ স্বরে আওয়াজ করলে বিদ্যালয়টির সহকারী শিক্ষক  ক্লাস রুমের দরজা বন্ধ করে। বেত দিয়ে অমানবিক নির্যাতন করে। এতে করে ২২ জন শিক্ষার্থীর গুরুতর আঘাত লাগে। যাদের মধ্যে একজন ক্লাসরুমেই বেহুশ হয়ে পড়ে।

পরবর্তীতে আহত শিক্ষার্থীরা একজোটে অভিভাবক সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর কাছে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান।

এ বিষয়ে নিসিন্তা পুর উচ্চ বিদ্যালয়ের আহত শিক্ষার্থী রাহুল জানায়, ক্লাস চলাকালীন সময়ে হটাৎ বিদ্যুৎ চলে যায় তখন আমাদের মধ্যে কয়েকজন উচ্চ স্বরে চিৎকার করলে স্যার এসে আমাদের সবাইকে বেত দিয়ে আঘাত করে। রাহুল নিসিন্তা পুর গ্রামের কোরবান শেখের ছেলে।

বিষয়টি নিয়ে নিসিন্তা পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সময় আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না। পরে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী ফোনের মাধ্যমে বিষয়টি আমাকে জানালে আমি জানতে পারি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী জানান, আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীরা বিকেলে তার সাথে দেখা করে মৌখিক অভিযোগ দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের শরীরে আঘাতের চিহ্ন দেখে লিখিত অভিযোগ করতে বলেছেন। লিখিত অভিযোগ পেলে তিনি সহকারী শিক্ষক জুলফিকার আলীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে ছাত্র ও অভিভাবকদের আশ্বাস দেন। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত