রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে ইবিতে ৭ দিনের ওয়ার্কশপ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৯:৫৩ AM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মত মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে চলছে ৭ দিন ব্যাপী সেল্ফ ডিফেন্স অ্যান্ড মার্শাল আর্ট ওয়ার্কশপ। বিশ্ববিদ্যালয়ের মার্শাল আর্ট সাইন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। যেটির কাযক্রম বুধবার (১০ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম প্রাঙ্গণ শুরু হয়েছে যা আগামী মঙ্গলবার (১৬ মে) পর্যন্ত চলমান থাকবে।

এর আগে বৃহষ্পতিবার (০৪ মে) হতে মঙ্গলবার (০৯ মে) পর্যন্ত ওয়ার্কশপে অংশগ্রহণে ইচ্ছুক মেয়ে শিক্ষার্থীদের জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছিল। এতে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।


এই বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের সংগঠনটির যাত্রা শুরু হয়। আমাদের সমাজে নারীরা আজও অনিরাপদ। এ ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা আত্মরক্ষার অনেক কৌশল আয়ত্ত করতে পারবেন। যা কিনা যেকোনো সমস্যা বা বিপদে মানসিক এবং শারীরিক ভাবে শক্তিশালী হতে সহায়তা করবে, পাশাপাশি সুস্বাস্থ্য এবং সুঠাম দেহ রক্ষায় ব্যায়ামের কলাকৌশল শিখতে পারবে।

তিনি আরও বলেন, আমাদের ইচ্ছে আছে মেয়েদের নিরাপত্তা নিয়ে সামনেও কাজ করা। তবে আমাদের প্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে। নিজের প্রচেষ্টাই সামনে এগিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় বা ক্রিয়া বিভাগের পক্ষ থেকে আমাদের পাশে দাড়ালে উপকৃত হতাম।

উল্লেখ্য, মূলত নারীর প্রতি সহিংসতা রোধের উদ্দেশ্যে গত বছরের ১৯ জুন মাত্র ২০ জন সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। যার প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানব-সম্পদ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল  ফেরদৌস তানজিনা। সংগঠনটি মেয়েদের আত্মরক্ষা ও মানুষিক বিকাশের জন্য  কারাতে সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৫০ জন।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত