মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
শাকিব নোংরাভাবে মিথ্যাচার করছেন, শাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১:৪২ PM

রোববার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ তুলে তার ৩ কোটির ফ্ল্যাট ও ৫৬ লাখের গাড়ি কেনার অর্থের উৎসব নিয়ে প্রশ্ন তোলেন চিত্রনায়ক শাকিব খান।

দীর্ঘ সেই সাক্ষাৎকারে শাকিব এও জানান, বুবলী তার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। এমনকি দুজনের সম্পর্ক নিয়েও বুবলী মিথ্যাচার করছেন।  বুবলীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘সে যখন বলছে আমাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে তাহলে সে-ই প্রমাণ দিক।’

এবার এসব নিয়ে এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বুবলী জানান, শাকিব ‘নোংরাভাবে মিথ্যাচার করছেন’। বিষয়গুলো নিয়ে শিগগিরই তিনি আইনি ব্যবস্থা ব্যবস্থা নেবেন।

দীর্ঘ সেই সাক্ষাৎকারে শাকিবের উদ্দেশে বুবলী বলেন, ‘তার উদ্দেশে আর কিছু বলতে চাই না। কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করছেন, মানহানির চেষ্টা করছেন— তার সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।’

নায়িকা আরও বলেন, ‘আমি কীভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে নানান গল্প বলছেন তাও আপনারা দেখছেন। এসব আমাকে এবং সন্তানকে বিপর্যস্ত করে তুলছে। কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও তার মারাত্মক প্রভাব পড়ছে।

এই বিষয়গুলো নিয়ে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান বুবলী। তিনি বলেন, ‘এটা নিয়ে শিগগিরই আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত