রাজধানীর মহাখালী এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বনানী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো মো. ইসমাইল হোসেন। তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বনানী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার রাত সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার মহাখালী সিএম সার্ভিসিং স্টেশনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত গাঁজাসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে।