মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
গ্রেপ্তার অমিতাভ বচ্চন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৫:৪৮ PM

সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি ছবি ভাইরাল হয় অনলাইনে। ছবিটি ভাইরাল হবার পর থেকেই বেশ সমালোচনার মুখে পড়েন বিগ বি। অনেকের দাবি, হেলমেট ছাড়া বাইকে চড়ে আইনভঙ্গ করেছেন তিনি। সেদিন হেলমেট ছাড়াই দ্রুত গন্তব্যে পৌঁছাতে অনুরাগীর বাইকে উঠেন অমিতাভ। মুম্বাই পুলিশ জরিমানাও আরোপ করেছে বলিউডের মেগাস্টারের উপর। তারকাখ্যাতির কারণে মোটেই ছাড় পাননি বিগ বি। তবে মজার বিষয় হলো, সকলকে বোকা বানিয়েছেন অমিতাভ। বাইকের সেই ছবি ভাইরাল হবার পর অভিনেতা জানান, সেটি আসলে অচেনা কোনো ব্যক্তি নন। তিনি কারো কাছে লিফট চাননি। তার আসন্ন সিনেমার একটি শুটিংয়ের দৃশ্য সেটি।

বর্ষীয়ান অভিনেতা তাঁর ব্লগে দাবি করলেন, বাইক চড়া নিয়ে পোস্টের পুরোটাই নাকি ছিল মজা। বিগ বি লিখেছেন, ‘ফটো দেখে কেউ আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। তবে সব থেকে বেশি চর্চা হল হেলমেট না থাকা নিয়ে। দিনটা ছিল রবিবার। আসল ব্যাপার হল এটা মুম্বাইয়ের রাস্তায় শুটের ছবি। বালার্ড এস্টেটের একটি রাস্তায় শুটের জন্য পারমিশন আগেই নেওয়া ছিল। রবিবার নির্ধারণ করা হয়েছিল কারণ অফিস ছুটি থাকবে আর জ্যাম কম হবে। রাস্তাটা মাত্র ৩০-৪০ মিটারের। আমার চারপাশে ক্রু। আমি যেই পোশাকটি পরে আছি সেটাও সিনেমার। আমি শুধুমাত্র বোকা বানোনর জন্য পোস্টটি করেছিলাম।’ সকলকে হেলমেট পরে বাইক চড়ার উপদেশও দেন অমিতাভ, বলেন ট্রাফিক আইন মেনে চলতে।

এর মাঝেই শুক্রবার (১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শাহেনশাহ’ কাঁচুমাচু মুখে জানালেন, ‘গ্রেপ্তার’। তবে ঘাবড়ানোর কিছু নেই। অমিতাভ গ্রেপ্তার হননি। একটি পুলিশ ভ্যানের পাশে বিষন্নমুখে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সঙ্গে ক্যাপশনে লিখেছেন- ‘গ্রেপ্তার’। তবে অমিতাভের এই হাস্যরসে মুগ্ধ ভক্তরা। মন্তব্য করে অভিনেতার ‘ডন’ চলচ্চিত্রের কালজয়ী সংলাপ মনে করালেন অনেকেই। একজন লিখেছেন, ‘মুম্বাই পুলিশ তবে ডনকে ধরতে পারল? ১১টা দেশের পুলিশ যা করতে পারেনি, ওরা করে দেখালো!’ অভিনেতা ইব্রাহিম মুজাম্মিল মন্তব্যে শাহরুখের ডিডিএলজে’র সংলাপ লিখে জানান, ‘বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা ঘটেই।’

কিছুদিন আগেই বাইকে চড়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অমিতাভ বচ্চন। কিন্তু সেখানে দেখা যায় হেলমেট নেই তার মাথায়। এমনকি চালকের মাথাও খালি। নিজের পোস্টে অমিতাভ লিখেছিলেন, মুম্বাইয়ের ট্রাফিক থেকে বাঁচতেই তিনি নাকি গাড়ি ছেড়ে বাইকে উঠে পড়েন। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে নেটিজেনদের একটি বড় অংশ। মুম্বাই পুলিশ নড়েচড়ে বসতেই নিজের বক্তব্য বদলে ফেলেন অমিতাভ। অভিনেতা জানান, তিনি নাকি ঠাট্রা করছিলেন, ওই ছবি নাকি শুটিংয়ের অংশ

আপতত ‘সেকশন ৮৪’-এর শ্যুটিং করছেন বিগ বি। সিনেমাটি পরিচালনা করছেন বাংলার পরিচালক ঋভু দাশগুপ্ত। এছাড়াও নাগ অশ্বিনের সাই-ফাই চলচ্চিত্র ‘প্রোজেক্ট কে’তে দেখা যাবে অমিতাভকে। সেই সিনেমার শুটিং সেটেই পাঁজরে চোট পেয়েছিলেন বিগ বি। এখন সুস্থ আছেন অভিনেতা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত