শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
শিক্ষার্থীদের হাতেই দেশের বর্তমান ও ভবিষ্যৎ : শিক্ষামন্ত্রী
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩, ৬:৫৭ PM
আজ রবিবার (২১ মে) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩ পালিত হয়েছে। ২০১৯ সালের এই দিনে হাওর অধ্যুষিত এলাকার প্রাণের প্রতিষ্ঠান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠদান কার্যক্রম শুরু হয়। তাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রতিবছর এ দিনটিকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করে আসছে।

রবিবার (২১ মে) সকাল ১০টা থেকে নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, কেক কাটা, নবীনবরণ ও আলোচনা সভা। শুরুতেই বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্নিল র‌্যালি বের হয়। র‌্যালিটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্প সংলগ্ন থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. গোলাপ কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, এসময় অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, শিক্ষার্থীদের হাতেই দেশের বর্তমান ও ভবিষ্যৎ, শিক্ষার্থীরাই দেশের সম্পদ।

এসময় আরও উপিস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য,অসিম কুমার উকিল এমপি, হাবীবা রহমান খান শেফালী এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক আনিস মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন প্রমুখ।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত