মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ট্রাকচাপায় অভিনেত্রী সুচন্দ্রার মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৮:০৪ AM

শ্যুটিং শেষ করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (২৯)।


ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, শনিবার রাতে অ্যাপের বাইকে করে কলকাতা থেকে সোদপুরে ফিরছিলেন অভিনেত্রী। বরানগর থানা এলাকার ঘোষপাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে ওই বাইক। তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে লরিটি তাকে চাপা দেন। 


পুলিশ জানিয়েছে, ওইদিন রাতেই ‘ঘাতক’ লরিটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে।


পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় নিহতের স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


দেবজ্যোতিবাবু বলেন, অভিনয় ওর প্যাশন ছিল। পুরোদমে অভিনয়ের জন্যই সুচন্দ্রা চাকরি ছেড়ে দেয়। নাটকের পাশাপাশি বিভিন্ন সিরিয়ালে কাজ করত। শনিবার বিকেলে শেষ কথা হয়েছিল। বলেছিল, নাটকের শো রয়েছে। তারপর আর কথা হয়নি।   


এদিকে অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়াও। অভিনয় জগতের অনেকেই তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। 


প্রসঙ্গত, টেলি জগতে পরিচিত মুখ সুচন্দ্রা। বাংলা সিরিয়াল ‘গৌরী এলো’র মধ্য দিয়ে তার অভিনয় জনপ্রিয়তা পায়।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত