দেশের অনেক চলচ্চিত্র নির্মাতা এখন অল্টারনেটিভ ফিল্মে মনোযোগ দিয়েছেন। সেই প্রেক্ষিতে অবশ্য বিশ্বে এখন বাংলা চলচ্চিত্র মাথা উচু করে দাড়িয়েছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমাদের চলচ্চিত্র এখন সদর্পনে এগিয়ে চলেছে। অনেক চলচ্চিত্র নির্মাতা টাকার পেছনে না ছুটে নিজের মত চলচ্চিত্র বানিয়ে হতবাক করে দিচ্ছে দর্শকদের। গণঅর্থয়ান থেকে শুরু নিজের পকেটমানি দিয়েও এখন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে৷ এসব দেখে মনে হচ্ছে ইচ্ছে শক্তিটাই মূল জিনিস।
এমনই এক ইচ্ছে শক্তি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে একদল তরুণ। শক্তিশালী গল্প ও চিত্রনাট্য নিয়ে উইন সিক্সটি ফোর প্রোডাকশন থেকে এই চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। ইতি মধ্যে চলচ্চিত্রের অভিনয় শিল্পী নির্বাচনের জন্য আহবান করা হয়েছে। দেশের যেকোনো থিয়েটার গ্রুপের সদস্য হলেই এই আহবানে সারা দিতে পারবেন।
এই চলচ্চিত্রের লেখক ও পরিচালক সাদেক সাব্বির বলেন, যেহেতু আমাদের কাছে অনেক টাকা নেই,কিন্তু চলচ্চিত্র নির্মাণের প্রবল ইচ্ছে আর সাহস আছে। তাছাড়া আমার দলেই সবাই কোনো না কোনো থিয়েটার গ্রুপের সদস্য তাই আমিও চাই আমাদের চরিত্রগুলো উঠে আসুক নাট্যকর্মীদের মধ্যে থেকে। তাই আমরা শুধু নাট্যকর্মীদের আহবান করেছি।
গল্পের প্লট নিয়ে আপাতত কথা বলতে চান না টিমের কেউই। নিজেদের মত করে সবাই কাজে ফোকাস থাকতে চাই। তাই চলচ্চিত্রের সবাই সকলের কাছে দোয়া প্রার্থী।
-বাবু/এ.এস