রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, আদালতে মামলা
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ২:৩৩ PM আপডেট: ২৪.০৫.২০২৩ ২:৪২ PM
রাজশাহীতে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপির পাঁচ জনের নামে ও অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে রাজবাড়ীতে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে এ মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

মামলার আসামিরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাত আরও ৩০ জন।এবং মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী জেলা আ.লীগ নেতা শেখ সোহেল রানা টিপু বলেন, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও উস্কানিমূলক বক্তব্যের পর সারা দেশের মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। তাই আমরা বিচারের দাবিতে আদালতে এসেছি আশাকরি সুষ্ঠু বিচার পাবো। এসময় আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত