কেরানীগঞ্জে অবৈধ অ্যালুমিনিয়াম কারখানা অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় কারখানার মালিক মো. আব্দুর রবকে ৪ মাস ও কর্মচারী মো. জাকিরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম।

তিনি বলেন, উপজেলার বাস্তা ইউনিয়নের ধর্মশুর এলাকায় অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক ও কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/এ.এস