শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:০০ AM

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১ জুন) রাত পৌনে বারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শাহ আলমকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিকের ছেলে মামুন জানান, মতিঝিলের ২০৪  ফকিরাপুলের ১নং গলির বাড়িতে আমাদের স্থায়ী বসবাস। বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমাদের পূর্ব পরিচিত ইলেকট্রিক মিস্ত্রি শাহ আলমকে দিয়ে পানির মটরের কাজ করাচ্ছিলাম। এমন সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে।


পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, নিহতের বাড়ি কুমিল্লার হোমনা থানার মনিপুর গ্রামে। সে জলিল সওদাগরের ছেলে ছিল।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত