মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বেলকুচিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসক পলাতক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৯:০২ AM

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বিসমিল্লাহ আধুনিক হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে হোসেন আলী (২৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জুন) রাতে হোসেন আলীকে অপারেশন করা হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।


মারা যাওয়া হোসেন আলী এনায়েতপুর থানার রূপসী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। এর আগেও হাসপাতালটিতে ভুল অপারেশনে এমন আরও কয়েকজনের মৃত্যুর অভিযোগ ওঠে।


রোগীর স্বজনদের অভিযোগ, হোসেন আলীর কিডনিজনিত সমস্যা হলে তাকে বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর হাসপাতালের ডাক্তার নাজমুল হক বিপ্লব আপরেশন করেন। কোনো প্রকার পরীক্ষা করা ছাড়াই অপারেশন করার ফলে এমন মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনরা অভিযোগ করেন।


এদিকে, রোগীর মৃত্যুর খবর পেয়েই হাসপাতাল থেকে পালিয়েছেন হাসপাতালটির মালিক ও কর্তব্যরত চিকিৎসক।


এ ব্যাপারে কথা বলার জন্য বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের পরিচালক আব্দুর রহমান ও অভিযুক্ত ডাক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, বিষয়টি আমি এখনো জানি না। এ সকল বিষয় সাধারণত দেখভাল করেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত