দেশ বরেণ্য ব্যবসায়ী আব্দুল মোনেমের ৩য় মৃত্যু বার্ষিকীতে তার স্বরণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিল্পপতি আব্দুল মোনেম শূন্য থেকে শীর্ষে-শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি আকছির এম চৌধুরী।
বরেণ্য এই গুণি ব্যক্তির জীবন ও কর্মের উপর আলোচনা করে বক্তব্য রাখেন, আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহ্বায়ক সাংবাদিক রুবেল আহমেদ, বেসরকারি গ্রন্থাগার ব্রাহ্মণবাড়িয়ার জেলার সাধারণ সম্পাদক কবির হোসেন কানু, আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেছার উদ্দিন ভুঁইয়া, আমির চৌধুরী, রনি চৌধুরী, আনোয়ার হোসেন, রতন চৌধুরী শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আমরা জীবনে সবাই সফল হতে চাই, সেরা হতে চাই, বিখ্যাত হতে চাই। এদের মধ্যে শুধুমাত্র হাতেগোনা কয়েকজন সফলকাম হন। তেমন একজন সফল মানুষ বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম। তিনি তার সংক্ষিপ্ত জীবনে পৃথিবীতে রেখে গেছেন অনেক কীর্তিগাঁথা যা মানুষ মনে রাখবে সুদীর্ঘ সময়কাল। ভোগ করবে এর সুফল।
তার একক প্রচেষ্টায় তিনি শূন্য থেকে শীর্ষ সারিতে আরোহণ করেছেন। তাঁর জীবন থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। অনুষ্ঠানে আব্দুল মোনেমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।
উল্লেখ্য, মরহুম আব্দুল মোনেম এর নানার বাড়ি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে। আখাউড়া পৌরশহরের তারাগনে তার শশুড় বাড়ি। তিনি তার শৈশবের একটি বড় অংশ আখাউড়ায় নানার বাড়িতে কাটিয়েছেন।
বাবু/জেএম