বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৮:১৪ PM
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র, বিট পুলিশিং বাড়িবাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

শ্রীপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার ভাংনাহাটি  গ্রীনভিউ গল্ফ রিসোর্টে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর মোহাম্মদ, মাসুদ আলম ভাঙ্গী প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমতির সভাপতি আনিছুর রহমান শামীম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হেসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমামসহ পুলিশিং কার্যক্রমের সকল নেতৃবৃন্দ। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত