কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ জুন) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুন-অর রশীদ পিপিএম।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মনির (৩০), দেলোয়ার হোসেন (৩৫), মো. জাবেদ (২৭), শুক্কুর ওরফে জীবন মোল্লা (৪০), মোক্তার হোসেন (৩৪)।
জানা যায়, উপজেলার বলসতার গ্রামের মো. আলাউদ্দিন (৪০) নামের এক কৃষকের চারটি গাভি ও তিনটি বাছুর গত ৬ নভেম্বর রাতে তার গোয়ালঘর থেকে চুরি হয়। পরে এ ঘটনায় থানায় মামলা রুজু হয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করে। সে সময় একটি মিনি ট্রাক ও চুরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশীদ জানান, এই চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে গরু চুরি করছে। আদালতে প্রেরণপূর্বক তাদের আরও জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চাওয়া হয়েছে।
বাবু/জেএম