টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
মঙ্গলবার (১৩ জুন) জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, কালিহাতী থানা, কালিহাতী পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এর আগে তিনি উপজেলা কনফারেন্স রুমে উপজেলার সকল সরকারি দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন হায়দার’র সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ, টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক এবং বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।
বাবু/জেএম