বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
১৪ পরিবারের যোগাযোগের একমাত্র সাঁকোটি ভেঙে দিল প্রতিপক্ষ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৮:৫৬ PM আপডেট: ১৩.০৬.২০২৩ ৮:৫৭ PM
নেছারাবাদে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪টি পরিবারের সদ্য নির্মিত যোগাযোগের একমাত্র সাঁকোটি প্রকাশ্যে ভেঙে দিয়েছে রিনি, মিনি ও মাহিনুর নামে তিন বোন। ভেঙে ফেলে দিয়েই খ্যান্ত হয়নি কাঠ খুটি দিয়ে বেড়া দিয়েছে। ফলে চরম ভোগান্তিতে রয়েছে স্কুলগামী শিক্ষার্থীসহ ঐ এলাকর শতাধিক মানুষ।   

ঘটনাটি ঘটেছে স্বরূপকাঠী পৌরসভার ৫নং ওয়ার্ডের মধ্য (বৌ) বাজার এলাকায়। স্থানীয় রবিউল ও নিজাম গংদের সাথে দীর্ঘদিনের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের জায়গা-জমি বিরোধ মীমাংসার লক্ষে স্থানীয় আমিনকে দিয়ে জমি জরিপের কাজ শেষ পর্যায়। সমাধানের ঠিক পূর্ব মুহুর্তে ঐ ঘটনা ঘটে। 

সোমবার (১২ জুন) সকালে জমি-জমার বিরোধ মীমাংসার পূর্বেই নিজাম এর তিন বোনেরা রবিউলদের চলাচলের জন্য পৌরসভা থেকে দেয়া লোহার বিমের কাঠের  সাঁকোটি ভেঙে পানিতে ফেলে দেয়।  যার ফলে রবিউলের পরিবারসহ ১৪ পরিবারের লোকজনের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রবিউল বলেন, আমাদের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ আছে এবং বিরোধ মীমাংসার জন্য জমি জরিপ করার শেষ পর্যায় ছিলো। কিন্তু নিজামরা এই মাপ মানে না বলিয়া আমাদের চলাচলের সাঁকোটি ভেঙে ফেলে দেয়। এখন আমাদের বাড়ি থেকে বের হতে পারছি না।

 সাঁকোটি ভাঙার বিষয়ে নিজামের বড় বোন রিনি ও মিনি বলেন, আমাদের জায়গার সাঁকো আমরা ভেঙে ফেলেছি তাতে ওদের কী। ওরা এইদিক দিয়ে থেকে হাটতে পারবে না, ঐ যায়গা আমাদের তাই ভেঙে ফেলেছি। 

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাজী মো. ওয়াহিদুজ্জামান বলেন, সাঁকো ভাঙার ঘটনাটি অত্যান্ত দুঃখজনক ঘটনা। ঘটনাস্থলে গিয়ে সাঁকোটি ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। স্থানীয় গাফফার মিয়ার মেয়েরা সাঁকোটি ভেঙে ফেলেছে এবং তারা অত্যান্ত উশৃংখল ও ঝগড়াটে প্রকৃতির লোক। এদের সাথে এলাকার কেউ কথা বলতে পারে না। 

সাঁকো ভাঙার বিষয়টি ন্যক্কারজনক কাজ। মেয়র সাহেব ঢাকায় আছেন সে বাড়িতে আসলে পৌর সভার নির্মাণাধীন সাঁকোটি ভেঙে ফেলার অপরাধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত