আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (১৩ জুন) সকালে জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের কবরে যান বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম।
এসময় পুস্পস্তবক অর্পণ করেন, জোটের উপদেষ্টা মরহুম মোহাম্মদ নাসিমের পুত্র সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
এছাড়াও আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক এস বিজয় ও সরকার আলম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রধান, সাহেলা আক্তার ও রাজিয়া বেগম, প্রচার সম্পাদক মো. ওমর, অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, তথ্য ও গবেষণা সম্পাদক আক্তার হোসেন সোহেল ভুইয়া, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সৈয়দ আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, মোহাম্মদপুর থানা শাখার সভাপতি মেসবাহউদ্দিন ও সাধারণ সম্পাদক জেসমিন শীলা, কেন্দ্রীয় সদস্য মামুন শেখ, সাংবাদিক ইমন হোসেন ও সোহাগ খান, মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।