অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনায় বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে শুরু করে কেসিসি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর সরকার দিশেহারা হয়ে গেছে। সরকারের মন্ত্রীরা একেক সময় একেক রকম কথা বলছে। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। আগামীতে আবারো সাজানো পাতানো নির্বাচন করার জন্য সরকার প্রশাসনে রদবদল শুরু করেছে। কাউকে কাউকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিচ্ছে। কিন্তু এতে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার অধীনের আর কোন নির্বাচন হবে না। দেশের জনগণের দাবির মুখে ও আর্ন্তজাতিক চাপে সরকার পালানোর পথ খুঁজছে। বিগত ১৫ বছরে যে সকল হত্যা, গুম, খুন হয়েছে তার বিচার এদেশের মাটিতেই হবে।
বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা, শের আলম সান্টু, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতারা বলেন, বর্তামন সরকার যে দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার করছে বর্তমান বিদ্যুৎ খাতের এই অবস্থা তারই বহিঃপ্রকাশ। শুধু এই খাতেই নয় সব যায়গায় সরকার দুর্নীতি করে দেশের কোষাগার শূন্য করে রেখেছে।
বাবু/জেএম