সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে সরকারি জমিতে মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৭:১৮ PM
সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে ঢাকার কেরানীগঞ্জে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৩ জনকে ১ মাস ও  ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্প্রতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোয়ালখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। দণ্ডপ্রাপ্তরা ব্যক্তিরা হলেন, নবী আউয়াল (৬০), সৈয়দ দিদার (২৭), সালাউদ্দিন (৩৫) ও রাজ্জাক দেওয়ান (৫০)। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন গোয়ালখালী এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত