মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
মুমিনুলের কণ্ঠে ‘কঠিন সময়ের গল্প’
‘একটা সময় মনে হয়েছে আমি পুরা শেষ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৭:৪১ PM
টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন মুমিনুল হক। টেস্টে টানা ফিফটির রেকর্ড করে তিনি উপাধি পান ‘লিটল ব্র্যাডম্যান’। তবে কয়েক বছর দারুণ ছন্দে থাকার পর তিনি ফর্ম হারিয়ে ফেলেন। ফলে এক সময় দল থেকেও বাদ পড়ে যান মুমিনুল।

পরবর্তীতে গেল বছর ভারতের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত টেস্ট দিয়ে তিনি দলে ফিরেছিলেন। খেলেন ৮৪ রানের ইনিংস। পরবর্তীতে চলতি বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থ হন মুমিনুল। তবে চলমান আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি শতরানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের ইনিংস ঘোষণার আগ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১২১ রানে। যদিও প্রথম ইনিংসে থিতু হয়েও বড় রান করতে ব্যর্থ হন এই বাঁ-হাতি ব্যাটার।

ইনিংসের হিসেবে দেখা যায় ২৬ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। যার জন্য তার সময় লেগেছে দুই বছর। পরবর্তীতে ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুমিনুল। শুনিয়েছেন নিজের কঠিন সময়ের গল্প, ‘আমার যখন হয়েছে মনে হয়েছে পুরা দুনিয়া এক পাশে, আমি আরেক পাশে। ভেতরে কী গেছে শুধু আমিই জানি। মনে হয়েছে আমি পুরা শেষ!’

টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাঁকানোর দিনে উপস্থিত সাংবাদিক ও সমর্থকদের উদ্দেশে মুমিনুল বলেন, ‘আপনারা আমার কাছে প্রতি ম্যাচে ২০০ আশা করেন, তাই মনে হয় আমি আগে রান পাইনি।’

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত