নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচিগুলোর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ওসি মাহমুদ উন নবী, মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম