শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৭:৩৮ PM
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িার আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নিরুপমা ভৌমিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিন,  হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নূরুল্লাহ প্রমুখ।

সভায় উপজেলার সফল মৎস্য চাষি সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। সভা সঞ্চলনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভা প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরের একটি পুকুরে ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত