শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
চরফ্যাশনে বিদায়ী ইউএনওকে প্রেসক্লাবের সংবর্ধনা
মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৮:০০ PM
ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান’র বিদায় উপলক্ষে প্রেসক্লাব কর্তৃক তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব হলরুমে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাবেক সভাপতি কায়সার আহমেদ দুলাল, সহ-সভাপতি আবু সিদ্দিক, আমির হোসেন ও কামরুল সিকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও আল নোমান ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উপজেলার শতভাগ নাগরিকের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে থাকবেন।

বিদায়ী ইউএনও আল নোমান বলেন, আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি শতভাগ পালন করার চেষ্টা করেছি। আমার দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের আবদার রাখতে পারিনি। তাই বিদায় বেলায় ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত