শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৪:৫৬ PM

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৮০ জন। আজ রবিবার হাজরা এক্সপ্রেস নামে ওই ট্রেন নবাবশাহের সারহারি রেলওয়ে স্টেশনের কাছাকাছি গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। খবর ডনের।

দেশটির কেন্দ্রীয় রেল ও অ্যাভিয়েশন মন্ত্রী সাদ রফিক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। ট্রেনটি খুব বেশি গতিতে চলছিল না। কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। সুক্কুর ও নবাবশাহের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তান রেলওয়ে সুক্কুর ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মোহসিন সিয়াল বলেন, কতগুলো বগি লাইনচ্যুত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। কেউ বলছেন পাঁচটি বগি, কেউ বলছেন আটটি। আবার কেউ কেউ ১০টি বগির লাইনচ্যুত হওয়ার কথাও বলছেন।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাকিস্তান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত