রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সার ও বীজ মনিটরিং কমিটির বিশেষ সভা
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৭:৫৮ PM
চলতি আমন মৌসুমে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সারের কৃত্রিম সংকট তৈরি না করা এবং বাড়তি দামে বিক্রি বন্ধে সভা করেছে প্রশাসন। সোমবার দুপুরে সার ও বীজ মনিটরিং বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় ৬ জন বিসিআইসি সার ডিলার এবং ৪৮ জন খুচরা বিক্রেতারা অংশ নেন। 

এই সময় সার বিক্রির প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত স্থানে সার বিক্রি, বাড়তি দাম না নেওয়া, ক্রেতাকে রশিদ দেওয়া এবং রেজিস্ট্রার সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশনা উপেক্ষাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। 

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ সালেক মূহিদ এসব সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, সম্প্রতি অতিবর্ষণে আমন চাষীদের অনেক ক্ষতি হয়েছে। তাই কৃষকদের যাতে কোন ধরনের অসুবিধা না হয়। আমাদের সার্বক্ষণিক মনিটরিং চলবে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত