সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
আখাউড়ায় পৌর কাউন্সিল ও ঠিকাদারের নেতৃত্বে শিক্ষককে মারধর
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৮:৩৩ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর সহ লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে পৌর-শহরের দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তানভীর আহমেদ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। এ ঘটনায় শিক্ষক সমাজে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রতিবাদ জানিয়েছেন। 

জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় আখাউড়া উপজেলার বিদ্যালয়গুলোর ফলাফল খারাপ হয়। ঐতিহ্যবাহী দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৭২ জন পাস করেছে। পাসের হার ৫৪.৫৫। শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয়গুলোতে অভিভাবক সমাবেশ করছে মাধ্যমিক শিক্ষা অফিস। মঙ্গলবার দুপুরে দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। 

মারধরের শিকার বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তানভীর আহমেদ অভিযোগ করে বলেন, সমাবেশে পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার জন্য শিক্ষকদেরকে দোষারোপ করে বক্তব্য দেন কয়েকজন অভিভাবক। এসময় প্রধান শিক্ষক ছাড়া অন্য শিক্ষকদেরকে সমাবেশে থাকার ও কথা বলার সুযোগ দেয়া হয়নি। সমাবেশ শেষে বিদ্যালয় ভবনের দু’তলার বারান্দায় দাঁড়িয়ে বিষয়টি নিয়ে সহকর্মীদের সাথে আমি কথা বলছিলাম। এসময় দেবগ্রাম গ্রামের ঠিকাদার শেখ সোহেল, পৌর ওয়ার্ড কাউন্সিলর বাবুল সর্দার ও জসিম উদ্দিন দেওয়ান এসে আমাকে কিল ঘুষিসহ মারধর করে। 

এসয়ম শিক্ষক ফারুক আহমেদ ও গনেস চন্দ্র দাস  এসে আমাকে রক্ষা করে। তিনি আরো বলেন, শেখ সোহেল হুমকি দিয়েছেন আমি বিদ্যালয়ে আসলে আমার হাত পা ভেঙ্গে ফেলবে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভোগছি।  নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, আসলে শিক্ষকদের অপমান করার জন্যই প্রধান শিক্ষক
 তাদেরকে অভিভাবক সাজিয়ে সমাবেশে আনেন। প্রধান শিক্ষকের উস্কানিতেই তারা তার উপর চড়াও হয়। তিনি আরো বলেন, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক কোনো ক্লাশ নেয় না। প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া অনেক ছাত্রছাত্রীকে চূড়ান্ত পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এজন্যই ফলাফল খারাপ হয়েছে। সমাবেশেও বিষয়গুলো শিক্ষকদের বলার সুযোগ দেওয়া হয়নি।

অভিযোগ অস্বীকার করে শেখ সোহেল বলেন, আমি ওই শিক্ষককে মারধর করিনি। উল্টো তিনি আমার সাথে খারাপ আচরণ করেছেন। হুমকি দেওয়ার কথাও সত্য নয়। 
জানতে চাইলে দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে শুনেছি। খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাবো। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন বলেন আমরা যখন ছিলাম তখন এমন কিছু হয়নি। আমরা আসার পর যদি কোন কিছু হয়ে থাকে বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। তবে শিক্ষকের উপর হামলা হয়ে থাকলে ঘটনাটি দু:খজনক। 

দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত