শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
পুলিশের অভিযান
মাটিরাঙ্গায় ভারতীয় ঔষধসহ আটক ৬
মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৫ PM
খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় সা‌ড়ে ১০ লাখ টাকার ভারতীয় ঔষধসহ ছয় চোরাকারবারিকে আট‌ক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সোমবার (৫‌ সে‌প্টেম্বর) দুপুরের দিকে মা‌টিরাঙ্গা থানায় প্রেস‌ ব্রিফিং‌য়ে এসব তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার।

পু‌লিশ সুপার জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গতকাল ৪ সেপ্টেম্বর, দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের পুলিশ বক্সের সামনে মাই‌ক্রোবাস থেকে তল্লাশি চালিয়ে অবৈধ পথে ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ ৬ চোরাকারবারিকে আটক করা হয়। একই স‌ঙ্গে অ‌বৈধ মালামাল বহনকারী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৬৫৫৪) কে জব্দ করা হয়।

আটককৃত মালামা‌লের ম‌ধ্যে র‌য়ে‌ছে ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কীট ৩৯০০ পিস, প্লাস্টিকের বড় ড্রপার ২৭০০‌টি, এ‌্যাম্পুল ৯৮ পিস, প্লাস্টিকের ছোট ড্রপার ১৩০০‌টি। আটকৃত মালামা‌লের আনুমা‌নিক বাজার মূল‌্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত আসা‌মিরা হলেন- মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রী পাড়া এলাকার রবিউল ইসলাম (২৯), বড়নাল ইউনিয়নের মুহিম উদ্দিন(২৭), জাকির হোসেন (৩০), জাহাঙ্গীর আলম(২৯), মো. মাইনুদ্দিন(২৭), ম‌হিন উ‌দ্দিন( ২৯)।

পু‌লিশ সুপার ব‌লেন, সম্প্রতি মশার কামড়জ‌নিত কা‌র‌ণে দে‌শে ডেঙ্গু রো‌গের ভয়াবহতার সু‌য়োগ নি‌য়ে এক শ্রেণির অসাধু মহল অধিক লা‌ভের আশায় সরকা‌রের অনুমোদন ছাড়া অবৈধ পথে ভারতীয় এসব কিট দেশে আনছে। তাদের নি‌য়ে আসা ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটের কার্যকা‌রিতা নি‌য়ে স‌ন্দেহ র‌য়ে‌ছে। নাগ‌রিক সেবা নি‌শ্চিত করণে‌ চোরাকারবা‌রিসহ যেকোন অপরাধ দম‌নে খাগড়াছ‌ড়ি জেলা পুলিশের গো‌য়েন্দা তৎপরতাসহ সকল আইনগত কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, মা‌টিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. শ‌রীফ ও থানা কর্মরত পু‌লিশ সদস‌্যসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত