পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী (১৬)কে মামা কতৃর্ক ধর্ষণের অভিযোগে মামা পল্লী চিকিৎসক নিজাম বিল্লাহ (৪৫)কে গ্রেফতার করেছেন পুলিশ।
সোমবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীর মা ঘটনার দশদিন পর আপন ছোট ভাইর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ওইদিন সন্ধ্যায় মামা মিজান বিল্লাহকে গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তারকৃত ধর্ষক মামা নিজাম বিল্লাহকে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেপ্তারকৃত নিজাম বিল্লাহ উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের আবুল হাসেমের পুত্র। সে পৌর শহরের দক্ষিণ বন্দর মহল্লায় খাজা ডেন্টাল কেয়ার ও লিমু মেডিকেল হলে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
থানা ও মামলা সূত্রে জানা গেছে, মামা নিজাম বিল্লাহ গত ২৬ আগষ্ট শনিবার দুপুরে ফোনে ভাগ্নি কলেজ ছাত্রীকে চেম্বারে ডেকে আনেন। পরে নানা ছল ছুতায় মেয়েটিকে পানির সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে মামা নিজাম বিল্লাহ তার লালসা চরিত্রার্থ করে। ঘটনার কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরলে সে তার কাপড় চোপড় অগোছালো ও বিভিন্ন অঙ্গসমূহে ব্যাথা অনুভব করেন। এরপর সে বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানান। লোক লজ্জার ভয়ে মা ও মেয়ে এঘটনা প্রথমে চেপে জান। কিন্তু এঘটনায় কলেজ ছাত্রী মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং কয়েকদফা আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনার দশ দিন পরে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে মেয়েকে ধর্ষনেরে অভিযোগ এনে মেয়েটির মা বাদী হয়ে সোমবার বিকেলে থানায় মামলা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অভিযুক্ত দন্ত চিকিৎসক মামাকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী মেয়েটিকে চিকিৎসা সনদের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
বাবু/জেএম