দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ একঝাঁক তরুণ প্রবাসীদের ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত ঘেঁষা দক্ষিণ ইউনিয়ন। ওই ইউনিয়নের কিছু স্বপ্নবাজ তরুণ প্রবাসী গত ২০১৭ সালে গড়ে তুলেছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ নামে একটি সামাজিক সংগঠন।
এই সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের চিকিৎসার জন্য অর্থ সহায়তা, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ, শীতে কম্বল বিতরণ, দরিদ্র মানুষের সুপেয় পানির জন্য টিউবওয়েল দেওয়া, ঘর নির্মাণ করে দেওয়া, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।
সোমবার বিকেলে দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় দুটি পরিবারের জন্য দুটি টিউবওয়েল ও দুইজন অসুস্থ্য মানুষকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা তুলে দেন।
সংগঠনে সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী মো. শামীম মিয়া জানান, উপজেলার দক্ষিণ ইউনিয়নের কিছু স্বপ্নবাজ প্রবাসী তরুণদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ। গত ২০১৭ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের সভাপতি অ্যামেরিকা প্রবাসী মো. মাসুম মিয়া বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে বিগত ৬/৭ বছর যাবৎ আমরা সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছি।গরীব-দুখী মানুষের পাশে দাঁড়ানোয় আমাদের উদ্দেশ্য।
বাবু/জেএম