বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরি মামলার পলাতক ৩ চোর আটক
সৈকত মো. সোহাগ, খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২০ PM

রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরির মামলার চোর চক্রের আরো ৩ সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ।

আটককৃতরা হলেন- রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রামের মৃত লিয়াকাত গাজীর পুত্র মো. আল আমিন গাজী (৩০), উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. দাউদ শেখের পুত্র মো. হিরাক শেখ (৩২) ও ছোট নবাবপুর গ্রামের মো. সিরাজ শেখের পুত্র  মো. ফরিদ শেখ (২৮)।

রোববার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে  তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে চোর চক্রের ওই ৩ সদস্যকে থানা পুলিশ আটক করে।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আটককৃত  ৩ জনই পূর্বের রুজুকৃত মামলার এজাহার ভুক্ত আসামি।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোববার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে এজাহার ভুক্ত ওই তিন আসামি অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল বিদ্যুৎ কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে তিন চোরকে আটক করে। তিনি আরও বলেন যে, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত