সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
খেলা চলাকালীন মিরপুরের ফ্লাডলাইটে আগুন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২০ PM আপডেট: ২৩.০৯.২০২৩ ৫:৩৪ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডের ইনিংসের ২৫ ওভার চলার সময় উত্তর দিকের গ্যালারির সাথে লাগানো ফ্লাডলাইটে আগুন দেখা যায়। এতে এই গ্যালারির সমর্থকদের আতঙ্কিত হতেও দেখা যায়। যদিও এই কারণে খেলা বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি।

আগুন লাগার পরপরই বন্ধ করে দেয়া হয় এই ফ্লাডলাইটের বিদ্যুৎ সংযোগ। দুই ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মারাইজ ইরাসমাস আগুন লাগার দৃশ্য দেখেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে ১৪ আগস্ট মিরপুরে এশিয়া কাপের ক্যাম্প চলাকালীনও ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ৪৩.১ ওভারে ৭ উইকেটে ২১৪ রান তুলেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। এছাড়া বিশ্রামে থাকা পেসার হাসান মাহমুদও আছেন আজকের একাদশে। এই দুজনকে জায়গা করে দিয়েছেন তানজিম সাকিব এবং নুরুল হাসান।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত