সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান: কাজী কেরামত আলী
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৭:৩৭ PM
বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান তাই বাবা-মা'কে সম্মান করবে এবং শিক্ষকদেরকেও সম্মান করবে, কেননা শিক্ষকরা তোমাদের মানুষের মত মানুষ হতে শেখায়। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্মার্ট শিক্ষক স্মার্ট বাংলাদেশ, শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়ে শুরু হয় প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস ও নতুন কারিকুলাম অনুযায়ী বিষয় ভিত্তিক শিক্ষা উপকরণ মেলা'র সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
 
এ সময় তিনি বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর, আমরা শিক্ষকদের সঠিক বেতন ভাতা দিতে পারি না। যা দেই সেটুকু সম্মানী মাত্র। আগেকার দিনে একটা এলাকায় ভোট চাইতে গেলে সে এলাকার মাতব্বরকে খোঁজা হতো, কারণ মাতব্বর যাকে ভোট দিতে বলতেন সে এলাকার লোক সেখানেই ভোট দিতেন। এখন কিন্তু সেটি বদলে গেছে। এখন সে সব এলাকায় শিক্ষকরা যাকে ভোট দিতে বলেন সাধারণ মানুষ সেখানেই ভোট দেয়।
 
তাই শিক্ষকদের সম্মান আজীবন থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যালয়ের অনেকে উন্নয়ন করেছে। এদেশের উন্নয়ন করেছে। তাই বাড়িতে গিয়ে তোমাদের বাব-মাকে বলবে যেন উন্নয়নের সরকার নৌকাতে ভোট দেন।
 
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করীমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। এর আগে বিদ্যালয় প্রাঙ্গনে নতুন কারিকুলাম অনুযায়ী বিষয় ভিত্তিক শিক্ষা উপকরণ মেলা'র বিভিন্ন উপকরণ ঘুরে দেখেন প্রধান অতিথি। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত