বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
অভিনেতা ও পরিচালক তারেক মাহমুদ আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৪:৪৯ PM
২০১৪ সালের অক্টোবরে জাতীয় জাদুঘর মিলনায়তনে নিরব ও জারাকে নিয়ে ‘চটপটি’ নামের একটি ছবির মহরত করেছিলেন পরিচালক তারেক মাহমুদ। পরের বছরের মার্চে ছবিটির শুটিং শুরু হয়। এরপর থেমে থেমে কাজ হয়। ২০১৯ সালের শেষ দিকে ছবিটির কাজ শেষ হয়। চার বছর ধরে চেষ্টা করেও টাকার অভাবে ছবিটি মুক্তি দিতে পারেননি।বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান তারেক মাহমুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিচালক তারেক মাহমুদ অভিনয়ও করতেন। তাঁর আরেকটা পরিচয় তিনি একজন কবি। কথাসাহিত্য, প্রবন্ধ, চলচ্চিত্র, নাটক, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ—ইত্যাদি বিষয়ে তাঁর লেখা বই প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কালার বাঁশি’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে।

তারেক মাহমুদের মৃত্যুর খবর নিশ্চিত করে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য নাট্যনির্মাতা তারেক মাহমুদ গতকাল রাত সাড়ে ১২টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর কমিউনিটি হাসপাতালে মারা গেছেন।

তারেক মাহমুদের মৃত্যুতে বিনোদন অঙ্গনের অনেক তারকাই শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাঁর এই হঠাৎ মৃত্যু অনেকের কাছে অবিশ্বাস্য ছিল। 

অভিনেতা কচি খন্দকার লিখেছেন, ‘অদ্ভুত জীবন তারেক, তোর চলে যাওয়া মানছি না। এটা মিথ্যা হোক।’ এদিকে তারেক মাহমুদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী, অভিনয়শিল্পী আদনান আল ফারুক হিল্লোল, ইপশিতা শবনম শ্রাবন্তী, রওনক হাসান, তানভীন সুইটি, পরিচালক সালাউদ্দিন লাভলু প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত