জামাত-বিএনপির অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২৯ অক্টোবর) বিকেল উপজেলা আব্দুল হালিম চত্ত্বর (শহীদ মিনার প্রাঙ্গণ) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মদিনা মার্কেটে সামনে আলোচনা সভার মধ্য দিয়ে তা শেষ হয়।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন- সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বিসহ আরও অনেকই।
এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।