মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
কেন্দুয়ায় রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ২:২৭ PM আপডেট: ১৮.১১.২০২৩ ৩:৫০ PM
"মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় রক্তদান ফাউন্ডেশন উদ্যোগে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের হল রুমে কেন্দুয়ায় রক্তদান ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার (১৭নভেম্বর)বিকেলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল, স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, বিভিন্ন সংগঠন ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং আপ্যায়ন। 

রক্তদান ফাউন্ডেশন কেন্দুয়ার নেতৃবৃন্দের মাধ্যমে জানা যায়, সংগঠনটি গত ১বছরে দুটি ক্যাম্পেইনের মাধ্যমে ৬০০ জন ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়, ১২০০জন ডোনেট সংগ্রহ করতে পেরেছে, রক্তদান ফাউন্ডেশন কেন্দুয়া সংগঠনের দায়িত্বশীলগন প্রতিমাসে মোট ১০জন বাচ্চাকে প্রতি মাসে ব্লাড ম্যানেজ করে দিচ্ছেন তাদের মধ্য থেকে প্রতি মাসে ৮ জন থ্যালাসেমিয়া রোগীর জন্য বিভিন্ন গ্রুপের রক্ত সংগ্রহ করছে, যা এক বিরল দৃষ্টান্ত, তাছাড়াও নতুন রক্ত দাতাদের উৎসাহিত করার জন্য বই গিফটও করা হয় ।

আলোচনা সভাটি সংগঠনটির এডমিন লুৎফর রহমান বাবু ও আশরাফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায়, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো.শহিদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক কর্মী আয়েশ উদ্দিন ভূঞা এবং হলি খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।  

শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত